Saturday, February 17, 2018

“আমরা সুপ্রীমকোর্টের মূর্তি সরানোর জন্য অনেক আন্দোলন করছি, তোমরা রাজারবাগ কি করেছো ?”

অনেকে বলেছে, “আমরা সুপ্রীমকোর্টের মূর্তি সরানোর জন্য অনেক আন্দোলন করছি, তোমরা রাজারবাগ কি করেছো ?”

তাদেরকে বলবেন, 
চট্টগ্রামের হাটহাজারিতে বসে অনেক গলা ফাটানো যায়, কিন্তু এতই যখন সাহস তখন ঢাকা সুপ্রীম কোর্টের ভেতর ঢুকে কিছু করতে পেরেছিলে কি ? পারো নাই, হাইকোর্টের গেইটের ভেতরে ঢুকে কিছু বলার সাহস তোমাদের নাই। কিন্তু ঢাকা রাজারবাগ দরবার শরীফ থেকে কোর্টের ভেতর ঢুকে সেই মূর্তির বিরুদ্ধে আইনীভাবে প্রতিবাদ করা হইছিলো, যা তোমরা স্বপ্নেও চিন্তা করতে পারবা না।


সুপ্রীম কোর্টের ভেতর মূর্তি বসানোর নির্দেশ দিয়েছিলো তৎকালীন প্রধানবিচারপতি এসকে সিনহা। এসকে সিনহা প্রধানবিচারপতি থাকা অবস্থায় তার অধিনস্ত কোর্টে তার বসানো মূর্তির সরাতে রীট করা স্বাভাবিক কোন বিষয় না, কিন্তু সেই দুঃসাহসও ঢাকা রাজারবাগ শরীফ উনার পক্ষ থেকে দেখানো হয়েছে।

বিশ্বাস না হয়, ২০১৭ সালের ৯ই এপ্রিল তারিখের দৈনিক যুগান্তর পত্রিকা খুলে দেখো। সেখানে স্পষ্ট লেখা আছে মুহম্মদ আরিফুর রহমান নামক এক ব্যক্তি (রাজারবাগ শরীফ উনার প্রতিনিধি) সুপ্রীম কোর্টের মূর্তি সরাতে রীট দায়ের করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে মূর্তিটি সুপ্রীম কোর্টের সামনে থেকে সরিয়ে পেছনের দিকে নিয়ে যাওয়া হয়।

No comments:

Post a Comment