Friday, February 22, 2019

দেশের উন্নয়নের জন্য কতিপয় মুবারক দিক নির্দেশনাসমূহ



মহান আল্লাহ পাক তিনি, উনার মহান খলীফা মুজাদ্দিদে আযম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনাকে সারা কায়িনাতবাসীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়মত হিসেবে প্রেরন করেছেন। তিনিই দিচ্ছেন কায়িনাতবাসীর প্রতিটি বিষয়ে সঠিক দিক নির্দেশনাসমূহ। উনার মুবারক দিক নির্দেশনা সমূহ অনুসরন-অনুকরন করলেই দোজাহানে সর্বক্ষেত্রে কামিয়াবী থাকবে।

Sunday, February 10, 2019

“আইনী প্রক্রিয়া কার্যক্রম”।


বর্তমান সময়ের যিনি সম্মানিত মুজাদ্দিদ, হযরত মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম তিনি কাফির-মুশরিক এবং সাম্রাজ্যবাদীদের এইসব অপকৌশল সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত। তিনি এই বাংলাদেশের আদালতে চাপিয়ে দেয়া বৃটিশ বেনিয়াদের রচিত মনগড়া আইনের ফাঁকফোকর জেনে তাদের তৈরি অস্ত্র প্রয়োগ করেই এদের প্রতিহত করার জন্য শুরু করেন আইনী প্রক্রিয়া কার্যক্রম

এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের আকিদা বিশুদ্ধ করে ঈমান হিফাজত করা। আইনী কার্যক্রম ও বিচার প্রক্রিয়ার সাথে জড়িত মানুষদের সম্মানিত শরীয়ত সম্পর্কে নেই স্পষ্ট ধারণা আবার যাদের ছিটেফোঁটা যাও আছে সাম্রাজ্যবাদীদের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে তারা সঠিক ইসলাম উনাকে উপস্থাপন করতে ভয় পায় ফলে এরই ফাঁক দিয়ে তারা সাধারণ মুসলমানদের ঈমান হরণ করে নিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ।

Saturday, February 9, 2019

মুবারক সফর নামা


রাজারবাগের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সারা বাংলাদেশে এত বেশী মাহফিল করেছেন যে সেই মাহফিল ছফরের সারাংশ লিখতে গিয়ে-ই মোটা বাইন্ডিংয়ের একটি কিতাব রচিত হয়ে গেছে। কিতাবটির নাম হলো "মুবারক সফর নামা"।
মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনি  ১৯৮৭ থেকে ১৯৯৮ পর্যন্ত ঢাকায় যে সমস্তস্থানে মাহফিল করেছেনঃ-
১. বাসাবো মাঠ ।
১৯৮৭ ঈসায়ী সালে মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বাসাবো মাঠে ।
মাহফিল করেন তখন বাসাবো মাঠে ২দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলঅনুষ্ঠিত হতো।
২. শাহজাহানপুর রেলওয়ে কলোনী মাঠ ।
১৯৮৭ ঈসায়ী সালে শুরু হয়েছে। এই মাহফিল হতো দরসে হাদীস মাহফিল।