Monday, February 1, 2016

ওলিদের সাথে খাকলে উপকারিতা কি ?


"যে ব্যক্তি আল্লাহকে, তাঁর রসূলকে ও মুমিনদেরকে নিজের বন্ধু রূপে গ্রহণ করে তার জেনে রাখা দরকার, আল্লাহর দলই বিজয়ী হবে৷” আল মায়েদাহ 
আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়লা আনহু বর্ণনা করেন, এক বেদুঈন লোক হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেনঃ কিয়ামত কখন হবে? হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন,আপনি কিয়ামতের জন্য কি সম্বল সংগ্রহ করেছেন ? তিনি বললেন, আল্লাহ এবং তাঁর রাসুলের ভালবাসা। হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি যাকে ভালবাসো তার সাথেই তোমার হাশর হবে।

(মুসলিম,৮ষ্ঠম খন্ড, হা/৬৫২১, বা, ই, সে)

আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু  বলেন, এক ব্যক্তি হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললো, হে আল্লাহর রাসুল! আপনি ঐ ব্যক্তি সম্বন্ধে কি অভিমত পোষন করেন, যে কোন গোত্রকে ভালবাসে অথচ তারা যা করে সে তা করে না। হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ যে যাকে ভালবাসে সে (পরকালে) তার সাথে থাকবে।
(মুসলিম, ৮ষ্ঠম খন্ড, হা/৬৫২৯, বা, ই, সে,)

এখন কেউ যদি হক্কানি ওলি আল্লাহর ছোহবতে থাকে তাহলে ওই ওলীয়াল্লাহর যে ফায়সালা হবে তারও একই ফায়সালা হবে। 

No comments:

Post a Comment