Tuesday, December 8, 2015

নিয়ামত কাদের দিয়েছেন ?

কুরআন-এ এসেছে-
يَا اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اَطِيْعُوا اللهَ وَاَطِيْعُوا الرَّ‌سُوْلَ وَاُوْلِي الْاَمْرِ‌ مِنْكُمْ ۖ
অর্থ : “হে ঈমানদারগণ! তোমরা অনুসরণ কর মহান আল্লাহ পাকের, উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এবং উলিল আমরদের।” (সূরা নিসা : ৫৯)
সূরা ফাতিহায় উল্লেখ আছে-
اِهْدِنَا الصِّرَ‌اطَ الْمُسْتَقِيْمَ ◌ صِرَ‌اطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ◌
অর্থ : “(আয় বারে ইলাহী!) আপনি আমাদেরকে সঠিক পথ দান করুন। এবং ওই সমস্ত মনোনীত বান্দাদের পথ দান করুন, যাঁদেরকে আপনি নিয়ামত দান করেছেন।” (সূরা ফাতিহা : ৬-৭)
আল্লাহ কাদেরকে নিয়ামত দিয়েছেন; সে প্রসঙ্গে কুরআন-এ অন্যত্র ইরশাদ হয়েছে,
اَنْعَمَ اللهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيقِيْنَ وَالشُّهَدَاءِ وَالصَّالِـحِيْنَ ۚ
অর্থ : “মহান আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম, ছিদ্দীক্বীন, শুহাদা ও ছালিহীন বান্দাদেরকে।” (সূরা নিসা : ৬৯)
কুরআন-এ এসেছে-
مَنْ يَّهْدِ اللهُ فَهُوَ الْمُهْتَدِ ۖ وَمَنْ يُّضْلِلْ فَلَنْ تَـجِدَ لَهُ وَلِيًّا مُّرْ‌شِدًا ﴿١٧﴾
অর্থ : “মহান আল্লাহ পাক যাঁকে হিদায়েত দান করেন, সে-ই হিদায়েত পায়। আর যে ব্যক্তি গোমরাহীর মধ্যে দৃঢ় থাকে, তার জন্য কোনো ওলীয়ে মুর্শিদ (কামিল পীর) পাবেন না।” (সূরা কাহফ : ১৭)

No comments:

Post a Comment