Tuesday, December 15, 2015

রাজারবাগ দরবারে মানুষ যাতায়াতের কারণ

আমার দেখা রাজারবাগ শরীফে -
কি হয় ?
-সেখানে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা হয়, অন্তর থেকে ইবাদত বন্দেগী করার শিক্ষা দেওয়া হয়।
কে শিক্ষা দেন?
যিনি খাটি ওলীআল্লাহ, তিনি -
সেখানে আল্লাহ পাক ও হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুহব্বত, মা’রিফত শিক্ষা দেন; আদব শিক্ষা দেন।
শরীয়তের আদেশ নির্দেশ শিক্ষা দেন।
পরিপুর্ন ইসলাম পালন করার শিক্ষা দেন ।
হালালকে হালাল ,হারামকে হারাম বলা শিক্ষা দেন ।
মানুষ কেন রাজারবাগ শরীফে যায়?
সূরা ফাতিহা’তে আল্লাহ পাক দোয়া করতে বলেন, “আয় বারে ইলাহী! আপনি আমাদেরকে সঠিক পথ দান করুন এবং ঐ সমস্ত মনোনীত বান্দাগণের পথ দান করুন, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন”।
ওলী-আল্লাহগণ হচ্ছেন সেই নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি। তাই সিরাতাল মুস্তাকীমের সন্ধান পেতে মানুষ রাজারবাগ শরীফে যায়।
হাক্বিকি , মুমীন ,মুত্তাকী ,আল্লাহ ওয়ালা - আল্লাহওয়ালী হওয়ার জন্য মানুষ সেখানে যায় ।

No comments:

Post a Comment