Tuesday, December 15, 2015

রাজারবাগে এসে সুন্নতি পোশাক পড়া

তার স্টাইলও সবার একইরকম। প্রথমে ভেবেছিলাম এটা ডিউটিম্যানদের ইউনিফর্ম। কিন্তু বাইরে থেকে যতো মানুষ আসতে দেখছি সবাই একই পোশাক! আরো অবাক হয়েছি সেখানকার পীর সাহেবকেও একই পোশাকে দেখে। পরে জানতে পারলাম আমাদের নবীজী ঠিক যে পোশাকটি পড়েছেন, হাদিসে সে পোশাকের বর্ণনা আছে। তাই এখানে হাদিসের বর্ণনা মোতাবেক হুবহু সেই পোশাকটিই পড়ার শিক্ষা দেয়া হচ্ছে এবং ঠিক সেই পোশাকটিই পড়া হচ্ছে।
যদিও আমি ব্যক্তিগতভাবে ইসলামী পোশাক হিসেবে পাঞ্জাবী পড়তাম কিন্তু সেটা যেহেতু সুন্নতি স্টাইল নয়, তাই সেটা ছেড়ে দিয়ে এখন সুন্নতি স্টাইলের পাঞ্জাবী পড়ার চিন্তা করছি। সবাইতে বিভিন্ন ফ্যাশনের পাঞ্জাবী পড়ে, আমি না হয় সুন্নতি স্টাইলের পোশাকটিই ফ্যাশন হিসেবে পড়া শুরু করলাম।
সবাই দোয়া করবেন।

No comments:

Post a Comment