Tuesday, December 15, 2015

‘পীর’ শব্দ নিয়ে কিছু কথা

পীর শব্দের অর্থ কি?
পীর শব্দটি ফার্সি। শব্দগতভাবে এর অর্থ হল ‘জ্ঞানবৃদ্ধ’। পারিভাষিক অর্থে যিনি আল্লাহ পাককে পাইয়ে দেবার ক্ষেত্রে বা আল্লাহ পাক এর সাথে রূহানী সংযোগ করে দেয়ার ক্ষেত্রে অভিজ্ঞ, উনাকেই পীর সাহেব বলা হয়। কুরআন শরীফ ও হাদিছ শরীফে যাদের আউলিয়া, মুর্শিদ, শায়খ ,মুহসিনিন, ছ্বদেকীন , উলিল আমর বলা হয়েছে, ফার্সিতে তাদের পীর সাহেব বলা হয়।
ফার্সি ভাষার শব্দ 'পীর' কেন বাংলায় ব্যবহার হচ্ছে?
পাক ভারতে ইসলামের প্রচার-প্রসার তথা স্থানীয় বিধর্মীদের মুসলমান হওয়ার ক্ষেত্রে ফার্সি ভাষাভাষি আউলিয়ায়ে কিরামদের ভূমিকাই মুখ্য। যে কারণে এ স্থানে মুসলমানদের বন্দিগী জীবনে ফার্সির অনেক পরিভাষাই ব্যবহৃত হয়। আরবী সালাত, সাওম এর পরিবর্তে যেরূপ ফার্সি নামায, রোযা ব্যবহৃত হয়ে থাকে।
আল্লাহকে খোদা ,
জান্নাতকে বেহেশত ,
মালাইকাদের ফেরেশ্তা ইত্যাদি ফার্সি শব্দ আমরা ব্যবহার করে থাকি।
বাংলায় যেমন একই শব্দের একাধিক সমার্থক শব্দ থাকে তেমনি আরবী ,ফারসীতেও থাকে।
যারা পীর শব্দ নিয়ে উলটা পালটা বলে থাকে যে এই শব্দ কোরআন হাদীস এ নাই তাঁরা উপরোক্ত শব্দ কি কোরআন হাদিসে পাবে ?
যদি না পায় তাহলে ব্যবহার করে কেন ?
তাই পীর শব্দের সাথে এলার্জি থাকার আর কোন কারণ দেখছি না।

No comments:

Post a Comment